যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
সরাসরি কথা বলতে "কল করো" বাটনে প্রেস করো সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত।
কল করো

হবিগঞ্জ জেলা | Habiganj District

Created by I Education in ৬৪ জেলা 9 Mar 2025
Share

হবিগঞ্জ জেলা | Habiganj District | iEducation

হবিগঞ্জ জেলা, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে হবিগঞ্জ বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। ১৯৮৪ সালে হবিগঞ্জকে জেলায় রূপান্তর করা হয়। এর আগে ১৮৭৪ সাল থেকে হবিগঞ্জ মহকুমা সিলেট জেলার অন্তর্ভুক্ত ছিল।

হবিগঞ্জ জেলা | Habiganj District | iEducation

এ জেলার নামকরন সম্পর্কে যতদূর জানা যায় তা হলো:

ঐতিহাসিক সুলতানসী হাবেলীর প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধঃস্তন পুরুষ সৈয়দ হেদায়েত উল্লাহর পুত্র সৈয়দ হবিব উল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন । তাঁর নামানুসারে হবিবগঞ্জ থেকে কালক্রমে তা হবিগঞ্জে পরিণত হয় ।

হবিগঞ্জ জেলা | Habiganj District | iEducation

হবিগঞ্জ জেলার মোট আয়তন  ২,৬৩৬.৫৮ বর্গ কিলোমিটার এবং গুগল ম্যাপ অনুযায়ী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ১৫৪ কিলোমিটার। হবিগঞ্জ জেলার উত্তরে সুনামগঞ্জ ও সিলেট জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মৌলভীবাজার জেলা এবং পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলা।

হবিগঞ্জ জেলা | Habiganj District | iEducation

হবিগঞ্জ জেলা ৯টি উপজেলা, ৯টি থানা, ৬টি পৌরসভা ও ২৩৯-২৪২ পর্যন্ত মোট ৪টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এ জেলার উপজেলাগুলো হলো: 

আজমিরিগঞ্জ, চুনারুঘাট, নবীগঞ্জ, বানিয়াচং, বাহুবল, মাধবপুর, লাখাই, শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জ সদর উপজেলা। 

হবিগঞ্জ জেলা | Habiganj District | iEducation

২০২২ সালের জনশুমারী ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী এ জেলার জনসংখ্যা প্রায় ২৩,৫৮,৮৮৬ জন এবং স্বাক্ষরতার হার ৬৯.৩২ শতাংশ। এ জেলার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে:

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়;

শেখ হাসিনা মেডিকেল কলেজ;

বৃন্দাবন সরকারি কলেজ;

হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ;

শচীন্দ্র কলেজ;

নবীগঞ্জ সরকারী কলেজ;

সুফিয়া মতিন মহিলা কলেজ;

চুনারুঘাট সরকারি কলেজ;

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়;

জামিয়া ইসলামিয়া আরাবিয়া, উমেদনগর;

বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা ইত্যাদি। 

হবিগঞ্জ জেলা | Habiganj District | iEducation

কৃষিপ্রধান হবিগঞ্জের প্রধান ফসলঃ ধান, চা, গম, আলু, পাট, চীনাবাদাম, তাম্বুল এবং তৈল বীজ।

এ জেলার উল্লেখযোগ্য নদ-নদীর মধ্যে রয়েছে: কুশিয়ারা, কালনী, খোয়াই, সুতাং, কোরাঙ্গী, বরাক নদী ইত্যাদি। 

হবিগঞ্জ জেলা | Habiganj District | iEducation

এ জেলার কিছু উল্লেখযোগ্য ও দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে:

তরফ বিজয়ী বীর সিপাহ্সালার সৈয়দ নাসির উদ্দিনের মাকবারা;

মশাজানের দিঘী;

কমলারানীর সাগর দীঘি - বানিয়াচং;

সাতছড়ি জাতীয় উদ্যান;

বিতঙ্গল আখড়া - বৈষ্ণব ধর্মালম্বীদের তীর্থস্থান (বানিয়াচং);

বানিয়াচং রাজবাড়ি - বানিয়াচং;

দ্বীল্লির আখড়া - বৈষ্ণব ধর্মালম্বীদের তীর্থস্থান;

শ্রীবাড়ি চা বাগান;

রেমা–কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য - চুনারুঘাট;

তেলিয়াপাড়া স্মৃতিসৌধ- মাধবপুর;

ফয়েজাবাদ হিল বধ্যভূমি - বাহুবল;

তেলিয়াপাড়া চা বাগান - মাধবপুর;

বিবিয়ানা গ্যাস - নবীগঞ্জ;

শংকরপাশা শাহী মসজিদ - হবিগঞ্জ সদর;

মিউন্যিসিপ্যাল অফিস বিল্ডিং - হবিগঞ্জ সদর (স্থাপিত ১৬ ডিসেম্বর ১৯৪০);

হবিগঞ্জ বাজার-শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ;

হবিগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন - হবিগঞ্জ সদর;

হবিগঞ্জ কোর্ট রেলওয়ে স্টেশন - হবিগঞ্জ সদর;

বাল্লা স্থল বন্দর - চুনারঘাট; (বাংলাদেশ ২৩ নং সীমান্ত স্থল বন্দর)

মহারত্ন জমিদার বাড়ি - বানিয়াচং;

দাড়া-গুটি - বানিয়াচং;

রাধানন্দ জমিদার বাড়ি (হাতিরথান জমিদার বাড়ি);

আদাঐর জমিদার বাড়ি;

তুঙ্গনাথ শিববাড়ী ও কালীবাড়ী ;

হবিগঞ্জ জেলা | Habiganj District | iEducation

এ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে:

সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন -শাহ জালাল র.-এর প্রধান সেনাপতি।

সৈয়দ সুলতান (১৫৫০-১৬৪৮) - মধ্যযুগের প্রখ্যাত কবি

বিপিন চন্দ্র পাল - ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা

তারাকিশোর চৌধুরী - বাংলার প্রথম এটর্নি জেনারেল।

রামনাথ বিশ্বাস -বিখ্যাত ভূপর্যটক।

মেজর জেনারেল এম এ রব - মুক্তিযুদ্ধের চীফ অব স্টাফ।

দেওয়ান ফরিদ গাজী - সাবেক প্রতিমন্ত্রী;

মেজর আব্দুল ওয়াহেদ চৌধুরী - ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রশিক্ষণ কোম্পানির অধিনায়ক;

সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন - বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি (২য়)

ডক্টর এম এ রশীদ - বুয়েটের প্রথম উপাচার্য।

স্যার ফজলে হাসান আবেদ - ব্র্যাকের প্রতিষ্ঠাতা;

শাহ এ এম এস কিবরিয়া - সাবেক অর্থমন্ত্রী;

হেমাঙ্গ বিশ্বাস - বিখ্যাত গণসঙ্গীতশিল্পী।

মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম - মুক্তিযুদ্ধের ৪নং সেক্টর কমান্ডার।

সুবীর নন্দী-কণ্ঠশিল্পী;

সিরাজুল হোসেন খান - সাবেক মন্ত্রী;

সৈয়দা রিজওয়ানা হাসান - আইনজীবী ও পরিবেশবিদ;

মিরজা আবদুল হাই - কথাসাহিত্যিক;

সৈয়দ মনজুরুল ইসলাম - সাহিত্যিক ও শিক্ষাবিদ;

শেখ ভানু (১৮৮৯-১৯১৯) - বিখ্যাত কবি;

মাহবুবুর রব সাদী - মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার;

তাফাজ্জুল হক হবিগঞ্জী- ইসলামি পণ্ডিত;

জগৎজ্যোতি দাস (১৯৪৯-১৯৭১) - বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের দাস বাহিনীর প্রধান;

আজিম- (১৯৩৭-২০০৩) - অভিনেতা;

সৈয়দ মহিবুল হাসান - সাবেক প্রতিমন্ত্রী;

সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন - সাবেক প্রধান বিচারপতি;

সেগুফতা বখ্‌ত চৌধুরী - সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক;

সফিকুল হক চৌধুরী - বেসরকারি এনজিও আশা এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট;

মোহাম্মদ ফরাসউদ্দিন - বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর;

নাজমুল হোসেন - ক্রিকেটার;

জগলুল আহমেদ চৌধুরী -বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক;

মাহবুব আলী - বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী;

আহমদ আবদুল কাদের – খেলাফত মজলিসের মহাসচিব প্রমুখ। 

হবিগঞ্জ জেলা | Habiganj District | iEducation

এ জেলা থেকে বিভিন্নধরনের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা প্রকাশিত হয় যার মধ্যে আছে: স্বদেশ বার্তা, খোয়াই, হবিগঞ্জ সমাচার, প্রতিদিনের বাণী, প্রভাকর, আজকের হবিগঞ্জ, বিবিয়ানা ইত্যাদি। 

হবিগঞ্জ জেলা | Habiganj District | iEducation

Comments (0)

Share

Share this post with others