গাজীপুর জেলা | Gazipur District | iEducation
গাজীপুর, বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত “১৯৮৪ সালের ১ মার্চ প্রতিষ্ঠিত” ঢাকা বিভাগের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। এ জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো:
সবুজে, শিল্পে ভরপুর
ঐতিহ্যের গাজীপুর।
এ জেলার নামকরণ সম্পর্কে যতদূর জানা যায় তা হলো:
মহম্মদ বিন তুঘলকের শাসনকালে গাজী নামে এক কুস্তিগীর এখানে থাকতো আর তার নাম থেকে এই অঞ্চলের নাম হয়েছে গাজীপুর। আবার এই মতের বিরোধিতা করে অনেকে বলেন যে সম্রাট আকবরের সেনাপতি ঈশা খাঁর ছেলে ফজল গাজীর নামে এই জনপদের নামকরণ করা হয়েছে। কিন্তু এটিও সত্য যে এ জেলাকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হতো: কখনও জয়দেবপুর, কখনও ভাওয়ালপুর বা ভাওয়াল বাজুহা বা ভাওয়াল পরগনা। তবে এ জেলাকে প্রাতিষ্ঠানিকভাবে গাজীপুর নামকরণ করা হয় ১৯৭৮ সালের দিকে।
এ জেলার উত্তরে ময়মনসিংহ জেলা ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা, পূর্বে কিশোরগঞ্জ জেলা ও নরসিংদী জেলা এবং পশ্চিমে ঢাকা জেলা ও টাঙ্গাইল জেলা অবস্থিত। এ জেলার মোট আয়তন: ১৭৪১.৫৩ বর্গ কিমি এবং মুক্তিযুদ্ধের সময় এ জেলা ৩নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিলো।
গাজীপুর জেলা | Gazipur District | iEducation
গাজীপুর জেলায় ৫টি উপজেলা, ৬টি থানা, ১৯৪-১৯৮ পর্যন্ত মোট ৫টি সংসদীয় আসন ও একটি সিটি কর্পোরেশন রয়েছে। এ জেলার উপজেলাগুলো হলো:
শ্রীপুর উপজেলা
কালিয়াকৈর উপজেলা
কালীগঞ্জ উপজেলা
কাপাসিয়া উপজেলা
এবং গাজীপুর সদর উপজেলা
এ জেলার প্রধান নদীর মধ্যে পুরাতন ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, তুরাগ, বংশী, বালু, বানার অন্যতম।
এ জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্যের মধ্যে আছে:
১৯৭১ সালের ১৯ মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পর্বে গাজীপুরেই সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ।
গাজীপুর সিটি করপোরেশন বাংলাদেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন, যার আয়তন প্রায় ৩৩০ বর্গকিমি।
গাজীপুরের মধ্যেই দেশের ৭৫ শতাংশ গার্মেন্টস শিল্প অবস্থিত।
মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা গাজীপুরের টংগীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা | Gazipur District | iEducation
বাংলা সাহিত্য ও ভাষার প্রথম মুদ্রিত গদ্যের বই 'ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ” ১৭৩৩ সালে পাদ্রী দোম আন্তোনিও দ্য রোজারিও রচনা করেন এ জেলাতেই।
কাপাসিয়ার তিতবাটি গ্রামে তৈরি হতো বাংলার সেরা মসলিন, বরমী বাজারের নিকটে ছিল দেশের সর্ববৃহৎ গ্রামীণপণ্য বাজার।
বাংলাদেশ আনসার বাহিনীর সর্বোচ্চ প্রশিক্ষন কেন্দ্র - বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি এ জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত।
বাংলা ভাষায় প্রথম অভিধান ও ব্যাকরণ, “বাংলা পর্তুগীজ শব্দকোষ” ১৭৩৩ সালে ভাওয়াল নগরীতে বসে রচনা করেন পাদ্রী ম্যানোএল দ্য আসসুম্পাসাউ।
বাংলাদেশের সবচেয়ে বড় ও সরকার স্বীকৃত একমাত্র জাতীয় উদ্যান ভাওয়াল গড় ও এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত।
বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর প্রাইমারি গ্রাউন্ড স্টেশন গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত।
বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর হাই-টেক সিটি “বঙ্গবন্ধু হাই-টেক সিটি” কালিয়াকৈর উপজেলায় এটি অবস্থিত।
বাংলাদেশের একমাত্র টাকশাল বা টাকা তৈরির কারখানা “দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ” যেখানে দেশের সকল টাকা তৈরি করা হয় তা গাজীপুরে অবস্থিত।
বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানা “বাংলাদেশ সমরাস্ত্র কারখানা” গাজীপুরে অবস্থিত।
বাংলাদেশের ১৩টি কেন্দ্রীয় কারাগারের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরে অবস্থিত।
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ও বাংলাদেশ তুলা গবেষণা ইন্সটিটিউট অবস্থিত।
এছাড়াও অনেক বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের কারখানা এ জেলায় অবস্থিত।
গাজীপুর জেলা | Gazipur District | iEducation
উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান:
জাতীয় বিশ্ববিদ্যালয়
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ
টংগী সরকারি কলেজ
কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ
গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রাজেন্দ্রপুর, গাজীপুর।
গাজীপুর জেলা | Gazipur District | iEducation
এ জেলার কিছু উল্লেখযোগ্য ও দর্শনীয় স্থানের মধ্যে আছে:
ভাওয়াল রাজবাড়ী, জয়দেবপুর
শ্রীফলতলী জমিদার বাড়ী, কালিয়াকৈর.
বলিয়াদী জমিদার বাড়ী, বলিয়াদী, কালিয়াকৈর.
দত্তপাড়া জমিদার বাড়ি
বলধা জমিদার বাড়ি
নুহাশ পল্লী
ভাওয়াল জাতীয় উদ্যান
জাগ্রত চৌরঙ্গী
কাশিমপুর জমিদার বাড়ি
মাধব মন্দির
নাট মন্দির
ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী
নাগলিঙ্গম বৃক্ষ
রাজ কাচারি ঘর
সাকেশ্বর অশোক স্তম্ভ
টঙ্গী পুলের ধ্বংসাবশেষ
ঈসা খাঁর সমাধি
একডালা দুর্গ
ঢোল সমুদ্র রাজবাড়ী
কপালেশ্বর দীঘি
সেন্ট নিকোলাসের গির্জা
টোক শাহী মসজিদ ইত্যাদি।
গাজীপুর জেলা | Gazipur District | iEducation
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
মেঘনাদ সাহা - জ্যোতির্পদার্থবিজ্ঞানী যিনি পদার্থবিজ্ঞানে থার্মাল আয়নাইজেসন তত্ত্বের প্রতিষ্ঠাতা হিসেবে বিখ্যাত। তার আবিষ্কৃত সাহা আয়োনাইজেসন সমীকরণ নক্ষত্রের রাসায়নিক ও ভৌত ধর্মাবলী ব্যাখ্যায় ব্যবহৃত হয়।
মোঃ সামসুল হক - স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সভাপতি
ফকির শাহাবুদ্দীন - বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল।
তাজউদ্দিন আহমেদ - বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।
ব্রিগেডিয়ার এএসএম হান্নান শাহ - সাবেক পাটমন্ত্রী।
এম জাহিদ হাসান - পদার্থবিদ,ভাইল ফার্মিয়ন কণা ও ল ফার্মিয়ন কণার আবিষ্কারক।
আবু জাফর শামসুদ্দীন - সাবেক পাটমন্ত্রী
আর্চবিশপ পৌলিনুস ডি কস্তা - বাংলাদেশের প্রাক্তন সর্বোচ্চ ক্যাথলিক ধর্মীয় নেতা।
ময়েজউদ্দীন আহমেদ - আগরতলা ষড়যন্ত্র মামলায় মজিব তহবিলের আহ্বায়ক।
আহসানউল্লাহ মাস্টার - এমপি ও মুক্তিযোদ্ধা
আ.ক.ম মোজাম্মেল হক- মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
জাহিদ আহসান রাসেল - প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
কালীপ্রসন্ন ঘোষ - লেখক ও সাংবাদিক
গোবিন্দ চন্দ্র দাস - মগের মুল্লুক কাব্যের স্রষ্টা
অতুল প্রসাদ সেন - বাংলায় প্রথম ঠুমরি গান ও গজলের প্রবর্তক
হুমায়ুন ফরিদী - অভিনেতা
মেহের আফরোজ চুমকি - সাবেক প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয় ইত্যাদি।
এ জেলা থেকে বিভিন্নধরনের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা প্রকাশিত হয় যার মধ্যে আছে: গণমুখ, মুক্ত সংবাদ, আজকের জনতা; সাপ্তাহিক: গাজীপুর বার্তা, গাজীপুর সংবাদ, সকলের কণ্ঠ, ভাওয়াল, অনির্বাণ।
গাজীপুর জেলা | Gazipur District | iEducation