যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
সরাসরি কথা বলতে "কল করো" বাটনে প্রেস করো সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত।
কল করো

লালমনিরহাট জেলা | Lalmonirhat District

Created by I Education in ৬৪ জেলা 11 Mar 2025
Share

লালমনিরহাট জেলা | Lalmonirhat District | iEducation

লালমনিরহাট, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের অবস্থিত একটি জেলা। এ জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো: 

ভুট্টায় ভরা সবার ঘর

লালমনিরহাট স্বনির্ভর

এ জেলার নাম কেন লালমনিরহাট হলো সে সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে। সেগুলো হলো-

১৭৮৩ সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুলদিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে। সেই থেকে এ জায়গার নাম হয় 'লালমনি'। কালের বিবর্তনে 'হাট' শব্দটি 'লালমনি' শব্দের সাথে যুক্ত হয়ে 'লালমনিরহাট' নামকরন করা হয়েছে।

লালমনিরহাট জেলা | Lalmonirhat District | iEducation

এ জেলার মোট আয়তন প্রায় ১,২৪০.৯৩ বর্গকিমি এবং ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৩২৯ কিলোমিটার। লালমনিরহাট জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর জেলা ও কুড়িগ্রাম জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা এবং পশ্চিমে নীলফামারী জেলা অবস্থিত।

লালমনিরহাট জেলা | Lalmonirhat District | iEducation

লালমনিরহাট জেলায় ১৬-১৮ পর্যন্ত মোট ৩টি সংসদীয় আসন এবং ৫টি উপজেলা রয়েছে। এ জেলার উপজেলাগুলো হলোঃ

আদিতমারী, কালীগঞ্জ, পাটগ্রাম, লালমনিরহাট সদর ও হাতীবান্ধা উপজেলা। 

লালমনিরহাট জেলা গঠিত হয় ১৯৮৪ সালে। এ জেলার পাঁচটি উপজেলার মধ্যে হাতীবান্ধা উপজেলা সর্ববৃহৎ (২৮৮.৪২ বর্গ কিমি) এবং জেলার সবচেয়ে ছোট উপজেলা আদিতমারী (১৯৫.০৩ বর্গ কিমি)।


লালমনিরহাটকে ছিটমহলবেষ্টিত জেলা বলা যায়। এ জেলায় ৩৩ টি ছিটমহল রয়েছে। বৃহত্তম ছিটমহল দুটি হচ্ছে দহগ্রাম ও আঙ্গরপোতা। তিন বিঘা করিডরের মাধ্যমে এই দুই ছিটমহলকে মূল ভূখন্ডের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। ১৯৭১ সালে লালমনিরহাট জেলা ছিল ৬ নং সেক্টরের অধীন এবং ৬ ডিসেম্বর এ জেলা শত্রুমুক্ত হয়।

লালমনিরহাট জেলা | Lalmonirhat District | iEducation

২০২২ সালের জনশুমারী ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী এ জেলার জনসংখ্যা প্রায় ১৪,২৮,৪০৬ জন এবং শিক্ষার হার ৭১.১৮ শতাংশ। এ জেলার কিছু উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়;

সরকারি আলিমুদ্দিন কলেজ;

লালমনিরহাট সরকারি কলেজ;

হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়;

আদিতমারী সরকারি কলেজ;

মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ ইত্যাদি। 


এ জেলায় যেসকল নদী রয়েছে তার মধ্যে আছে: তিস্তা, ধরলা, সতী, সানিয়াজান, সিংগিমারী নদী, ত্রিমোহনী, গিরীধারী, ভেটেশ্বর, মালদহ, স্বর্ণামতি ও রত্নাই নদী। 

লালমনিরহাট জেলা | Lalmonirhat District | iEducation

এ জেলার কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন:

গোলাম মোহাম্মদ কাদের - সাবেক মন্ত্রী ও বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান;

তমিজ উদ্দিন - বীর বিক্রম;

শেখ রেয়াজউদ্দীন আহমদ - বাংলা একাডেমির ফেলো;

শেখ ফজলল করিম - ব্রিটিশ-ভারতীয় বাঙালি সাহিত্যিক;

আসাদুল হাবিব দুলু - যোগাযোগ মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী;

মুসা ইব্রাহিম - বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী;

সাথিরা জাকির -- সাবেক ক্রিকেটার;

নুরুজ্জামান আহমেদ- সমাজকল্যাণ মন্ত্রী;

মোঃ মোতাহার হোসেন - সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী;

রইছউল আলম মন্ডল - সাবেক সচিব;

শাফিয়া খাতুন - সাবেক সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী);

কামরুল ইসলাম ভূইঁয়া - অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা;

রিয়াজ উদ্দিন আহমেদ - সাবেক ডেপুটি স্পিকার প্রমুখ। 

লালমনিরহাট জেলা | Lalmonirhat District | iEducation

এ জেলার কিছু প্রত্নতাত্ত্বিক, দর্শনীয় ও উল্লেখযোগ্য স্থানের মধ্যে আছে:

৬৯ হিজরীর হারানো মসজিদ;

লালমনিরহাট রেলওয়ে স্টেশন;

তিস্তা ব্যারেজ;

লালমনিরহাট বিমানবন্দর;

তিনবিঘা করিডোর;

কাকিনা জমিদার বাড়ি;

তুষভাণ্ডার জমিদার বাড়ি;

নিদারিয়া মসজিদ;

বিমান ঘাঁটি;

মোগলহাট জিরো পয়েন্ট;

তিস্তা রেলওয়ে সেতু;

বিরল প্রজাতির বৃক্ষ ‘নাগ লিঙ্গম’;

কুতুব খানা;

সিন্দুর মতি; 

লালমনিরহাট জেলা জাদুঘর (লালমনিরহাট সদর);

খেতু মুহাম্মদ সরকারের সেতু ও কুয়া (আদিতমারী);

বুড়িমারী স্থল বন্দর (পাটগ্রাম);

জমিদার মহিমারঞ্জনের জাদুঘর;

শেখ ফজলল করিমের বাড়ি;

শালবন (হাতীবান্ধা) ইত্যাদি।  

লালমনিরহাট জেলা | Lalmonirhat District | iEducation

এ জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা প্রকাশিত হয় যার মধ্যে আছে: দৈনিক লালপ্রভাত (২০০০); সাপ্তাহিক: লালমনিরহাট বার্তা (১৯৯১), জানাজানি (১৯৮৪) ইত্যাদি। 

লালমনিরহাট জেলা | Lalmonirhat District | iEducation


Comments (0)

Share

Share this post with others