যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
সরাসরি কথা বলতে "কল করো" বাটনে প্রেস করো সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত।
কল করো

মেহেরপুর জেলা | Meherpur District

Created by I Education in ৬৪ জেলা 11 Mar 2025
Share

মেহেরপুর জেলা | Meherpur District | iEducation

মেহেরপুর, হিমসাগর আম, মেহেরসাগর কলা, সাবিত্রী মিষ্টি, রসকদম্ব মিষ্টি, ব্ল্যাক বেঙ্গল ছাগল, গাড়ল ভেড়া সহ আরো বিভিন্ন কারনে বিখ্যাত বাংলাদেশের মধ্যাঞ্চলের খুলনা বিভাগে অবস্থিত একটি জেলা । মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী বাংলাদেশ সরকার তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায় আম্রকাননে শপথ গ্রহণ করে অস্থায়ী সরকার গঠন করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করে।

এ জেলার উত্তরে কুষ্টিয়া জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে চুয়াডাঙ্গা ও পশ্চিমবঙ্গ (ভারত), পূর্বে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা, পশ্চিমে পশ্চিমবঙ্গ (ভারত) অবস্থিত।  মেহেরপুর জেলার আয়তন প্রায় ৭১৬ বর্গ কিলোমিটার এবং ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৬০ কিলোমিটার।

মেহেরপুর নামকরণ সম্পর্কে এ পর্যন্ত দুটি অনুমানসিদ্ধ তথ্য জানা গেছে। 

একটি হচ্ছে দরবেশ মেহের আলী নামের জনৈক ব্যক্তির নামানুসারে ষোড়শ শতকের অথবা তার কিছুকাল পরে মেহেরপুর নামকরণ করা হয়েছে। 

আরেকটি তথ্য মতে: বিখ্যাত বচনকার মিহির ও তাঁর নিজের পুত্রবধু খনা ভৈরব নদীর তীরস্থ এ অঞ্চলে বাস করতেন। তার নামানুসারে প্রথমে মিহিরপুর এবং পরবর্তীতে মেহেরপুর নামকরণ হয়েছে বলে অনুমান করা হয়। 


ব্রিটিশ আমলে মেহেরপুর জেলা অবিভক্ত নদীয়া জেলার অন্তর্ভুক্ত ছিল। ষোড়শ শতাব্দীর শুরুতে মেহেরপুর শহরের গোড়াপত্তন হয় এবং ১৯৬০ সালে একে পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়। ১৯৮৪ সালে  ২৪ ফেব্রুয়ারি কুষ্টিয়া থেকে পৃথক করে মেহেরপুরকে স্বতন্ত্র জেলার মর্যাদা দেয়া হয়। ২০০০ সালের ২৪ ফেব্রুয়ারি মেহেরপুর সদর উপজেলা বিভক্ত হয়ে মুজিবনগর উপজেলার সৃষ্টি হয়।

এ জেলার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছেঃ 

মেহেরপুর সরকারি কলেজ, 

মেহেরপুর সরকারি মহিলা কলেজ, 

মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ, 

গাংনী সরকারি কলেজ, 

মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ইত্যাদি। 

বর্তমানে মেহেরপুরে ৩টি উপজেলা, ২টি পৌরসভা এবং ৭৩ ও ৭৪ নং সংসদীয় আসন রয়েছে। মুক্তিযুদ্ধের সময় মেহেরপুর ৮নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিলো। 

এ জেলার উপজেলাগুলো হলো - মেহেরপুর সদর, মুজিবনগর এবং গাংনী উপজেলা

মেহেরপুর জেলা | Meherpur District | iEducation

মেহেরপুর জেলার নদ-নদীর মধ্যে আছে: ভৈরব, ইছামতি, মাথাভাঙ্গা ও কাজলা নদী।

কৃষি প্রধান এ জেলায় বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। যার মধ্যে আছে: ধান, গম, পাট, ভুট্টা,তামাক, পিঁঁয়াজ, রসুন, মরিচ, ডাল, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি ইত্যাদি।

মেহেরপুর জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো: 

মুজিবনগর একাত্তর, গৌরবদীপ্ত মেহেরপুর 

দরবেশ মেহের আলী, শেখ ফরিদের আশীর্বাদপুষ্ট 

বচনকার খনা এবং মিহিরের উপাখ্যানধন্য 

বিশ্বকবি খ্যাত বলরামী লোক সম্প্রদায় অধ্যুষিত 

আমঝুপি, ভাটপাড়া নীলকুঠির স্মৃতি বিজড়িত 

ঐতিহাসিক মুজিবনগর সরকার এর সূতিকাগার 

বাংলাদেশের স্বাধীনতার অস্ত এবং উদয় ভূমি 

কাজলা, মাথাভাঙ্গা, ভৈরব বিধৌত 

আম, লিচু, কলা, কচুমুখীতে ভরপুর 

এক কথায় নাম তার মেহেরপুর

মেহেরপুর জেলা | Meherpur District | iEducation


মেহেরপুর জেলার উল্লেখযোগ্য স্থানের মধ্যে আছে:

মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র

ঐতিহাসিক মুজিবনগর আম্রকানন

আমঝুপি নীলকুঠি

ডিসি ইকোপার্ক

শহীদ ড. সামসুজ্জোহা পার্ক

মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ

মুজিবনগরের বসু ভিলা, 

তেবুখালীর মাঠে অবস্থিত আটকবর, 

আশরাফপুর চালতলাপাড়া প্রাচীন জামে মসজিদ

ভাটপাড়া নীল কুঠি

মেহেরপুর জেলা | Meherpur District | iEducation

স্বামী নিগমানন্দ আশ্রম

বলরাম হাড়ীর আখড়া

সাধু পিতরের গির্জা

ইম্মানুয়েল চার্চ

চাঁদবিল

বিজনবিল ইত্যাদি। 


এ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছে: 

এম. এ. হান্নান - মুক্তিযুদ্ধে অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত;

শাহ আলম - ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত;

ইমরুল কায়েস- ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল;

দীনেন্দ্রকুমার রায় - লেখক;

স্বামী নিগমানন্দ - ধর্মসংস্কারক;

আবদুল মোমিন - বাংলায় শ্রমিক আন্দোলনের নেতা;

ওয়ালিল হোসেন - বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।

রফিকুর রশীদ:লেখক।

ফরহাদ হোসেন - জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মোহাম্মদ সহিউদ্দিন - মুক্তিযোদ্ধা ও ১৯৭১ সালের প্রবাসী সরকারের সাংসদ ইত্যাদি।

মেহেরপুর জেলা | Meherpur District | iEducation


এ জেলা থেকে যেসকল পত্র-পত্রিকা প্রকাশিত হয় তার মধ্যে আছে: মেহেরপুর প্রতিদিন, মেহেরপুর নিউজ ইত্যাদি। 

মেহেরপুর জেলা | Meherpur District | iEducation


Comments (0)

Share

Share this post with others