যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
সরাসরি কথা বলতে "কল করো" বাটনে প্রেস করো সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত।
কল করো

মাদারীপুর জেলা | Madaripur District

Created by I Education in ৬৪ জেলা 11 Mar 2025
Share

মাদারীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের (প্রস্তাবিত ফরিদপুর / পদ্মা বিভাগের) একটি প্রশাসনিক অঞ্চল। এ জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো: 

খেজুর রস, খেজুর গুড়

দক্ষিণের দ্বার, মাদারীপুর।


এই জেলার উত্তরে ফরিদপুর জেলা ও মুন্সীগঞ্জ জেলা, পূর্বে শরীয়তপুর জেলা, পশ্চিমে ফরিদপুর জেলা ও গোপালগঞ্জ জেলা এবং দক্ষিণে গোপালগঞ্জ জেলা ও বরিশাল জেলা। এই জেলার মোট আয়তন প্রায় ১১৪৪.৯৬ বর্গ কিলোমিটার এবং ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ১০৬ কিলোমিটার। 


এ জেলার নামকরন সম্পর্কে যতদূর জানা যায় তা হলো:

পঞ্চদশ শতাব্দীর সুফি সাধক কুতুব-ই-জাহান হযরত বদিউদ্দীন আহমেদ জিন্দা শাহ মাদার (রঃ) এর নাম অনুসারে মাদারীপুর জেলার নামকরণ করা হয়।

মাদারীপুর জেলা | Madaripur District | iEducation

মাদারীপুর জেলায় ২১৮-২২০ পর্যন্ত মোট ৩ টি সংসদীয় আসন, ৫ টি উপজেলা, ৫ টি থানা, ৪ টি পৌরসভা রয়েছে। 

এ জেলার উপজেলা গুলো হলো:

মাদারীপুর সদর;

শিবচর;

কালকিনি;

রাজৈর;

এবং ডাসার উপজেলা। 

মাদারীপুর জেলা | Madaripur District | iEducation

২০২২ সালের জনশুমারী ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী মাদারীপুর জেলার জনসংখ্যা প্রায় ১২,৯৩,০২৭ জন এবং শিক্ষার হার ৭৪.৮৪%. এ জেলার কিছু উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: 

মাদারীপুর সরকারি কলেজ;

ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ;

ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়;

সরকারি সুফিয়া মহিলা কলেজ;

ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়;

সৈয়দ আবুল হোসেন কলেজ;

বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজ;

সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড ইউমেন্স কলেজ;

বঙ্গবন্ধু ল’ কলেজ;

মাদারীপুর আহমাদিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা ইত্যাদি। 

মাদারীপুর জেলা | Madaripur District | iEducation

মাদারীপুর জেলায় প্রায় ১০টির মতো নদী রয়েছে। সেগুলো হলো -

পদ্মা, আড়িয়াল খাঁ নদী, কুমার আপার নদী, কুমার লোয়ার নদী, বিশারকন্দা-বাগদা নদী, টর্কি নদী, পালরদী নদী, পালং নদী, মাদারীপুর নদী এবং ময়নাকাটা নদী।


এ জেলার প্রধান শস্যের মধ্যে রয়েছে: ধান, পাট, সরিষা, আখ ইত্যাদি। 

মাদারীপুর জেলা | Madaripur District | iEducation

মাদারীপুর জেলার উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে:

আউলিয়াপুর নীলকুঠি;

আলগী কাজি বাড়ি মসজিদ;

কুলপদ্মী জমিদার বাড়ি;

খালিয়া জমিদার বাড়ি;

চরমুগরিয়া ( প্রাচীন বন্দর ও বানরের অভয়ারন্য);

ঝাউদি গিড়ি;

নারায়ণ মন্দির;

পর্বতের বাগান;

প্রণব মঠ;

চাঁদমারী জামে মসজিদ;

আচমত আলী খান স্টেডিয়াম;

মঠের বাজার মঠ;

মাদারীপুর শকুনি দীঘি;

মিঠাপুর জমিদার বাড়ি;

রাজারাম মন্দির;

শাহ মাদার (রঃ) দরগাহ শরীফ;

সূফী আমীর শাহ (রঃ) এর মাজার শরীফ;

সেনাপতি দিঘি ইত্যাদি। 

মাদারীপুর জেলা | Madaripur District | iEducation

এ জেলার কয়েকজন ভাষা সৈনিকের মধ্যে আছেন: ভাষা সৈনিক ড. গোলাম মাওলা, এটিএম নুরুল হক খান, গোলাম মোস্তফা আখন্দ রতন, আব্দুল হাই তালুকদার ইত্যাদি। 

মাদারীপুর জেলা | Madaripur District | iEducation

এ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন:

শাহ মাদার (মৃত্যু: ১৪৩৪খ্রি.) - প্রখ্যাত সূফী;

সৈয়দ আলাওল (১৬০৭-১৬৮০)- মধ্যযুগের একজন বাঙালি কবি;

রাজা রাম রায়চৌধুরী (১৬ শতাব্দী) - রাজৈরের খালিয়া অঞ্চলের জমিদার;

হাজী শরীয়তুল্লাহ (১৭৮০-১৮৪০খ্রি.) - ধর্মীয় সংস্কারক ও ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা;

মৌলোবী আব্দুল জব্বার ফরিদপুরী (১৮০১-১৮৭৬খ্রি.) - বিশিষ্ট উর্দু কবি ও লেখক;

পীর মুহসীনউদ্দীন দুদু মিয়া (১৮১৯-১৮৬২খ্রি.) - ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ফরায়েজী আন্দোলনের অন্যতম প্রধান নেতা;

অম্বিকাচরণ মজুমদার (১৮৫১-১৯২২খ্রি.) - ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি;

সূফী আমির শাহ (মৃত্যুঃ ১৯৪৪খ্রি.) - প্রখ্যাত আধ্যাত্মিক সাধক;

পুলিন বিহারী দাস (১৮৭৭-১৯৪৯খ্রি.) - ব্রিটিশ বিরোধী সন্ত্রাসবাদী আন্দোলনের ঢাকা অনুশীলন সমিতির প্রধান;

কিরণ চাঁদ দরবেশ (১৮৭৮-১৯৪৬খ্রি.) - স্বদেশী যুগের রাজনৈতিক কর্মী, কবি, গীতিকার ও সাহিত্য সাধক;

আবা খালেদ রশীদ উদ্দিন (১৮৮৪-১৯৫৬খ্রি.) - বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ;

পূর্ণচন্দ্র দাস (১৮৯৯-১৯৫৬খ্রি.) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী;

খান বাহাদুর আবদুর রহমান খাঁ - বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসেবক;

গোষ্ঠ পাল - বিশিষ্ট ফুটবল খেলোয়ার যাকে দৈনিক ইংলিশম্যান চিনের প্রাচীর উপাধিতে ভূষিত করেছিল;

ডাঃ জোহরা বেগম কাজী (১৯১২-২০০৭খ্রি.) - ভারতীয় উপমহাদেশ এর প্রথম মহিলা চিকিৎসক;

ফনী ভূষণ মজুমদার - সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী;

ড. ফজলুর রহমান খান (১৯২৯-৮২খ্রি.) - বিশ্ববিখ্যাত স্থপতি; আমেরিকান ইঞ্জিনিয়ারিং রেকর্ডের "ম্যান অব দ্যা ইয়ার"(১৯৬৬,৬৯,৭১,৭২), মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার(১৯৯৯) প্রাপ্ত;

পদ্মা দেবী - চলচ্চিত্র অভিনেত্রী;

গীতা দত্ত (জন্ম: ২৩ নভেম্বর ১৯৩০ - মৃত্যু: ২০ জুলাই ১৯৭২) সঙ্গীতশিল্পী;

সুনীল গঙ্গোপাধ্যায় - সাহিত্যিক;

কাজী আনোয়ার হোসেন (১৪জানুয়ারি ১৯৪১ - ৮ ফেব্রুয়ারি ২০০৭) - চিত্রশিল্পী;

আজিজুর রহমান আজিজ (১৯৪৪ - ) - বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান;

সৈয়দ আবুল হোসেন - প্রাক্তন মন্ত্রী ও উপমন্ত্রী;

শাজাহান খান (১৯৫২- ) - প্রাক্তন  নৌপরিবহন মন্ত্রী;

মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ (১৯৬০- ) - সাবেক এডমিরাল, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান (২০১৫-২০১৯);

এ. বি. এম. খায়রুল হক (১৯৪৪− ) - প্রখ্যাত আইনবিদ এবং ১৯ তম প্রধান বিচারপতি (৩০ সেপ্টেম্বর ২০১০ - ১৭ মে ২০১১);

নকুল কুমার বিশ্বাস (১৯৬৫− ) − কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও গীতিকার;

নারগিস আক্তার () - চলচ্চিত্র পরিচালক;

সৈয়দা রুবাইয়াত হোসেন (১৯৮১- ) - চলচ্চিত্র পরিচালক;

সিদ্দিকুর রহমান (১৯৮৪-) - গল্‌ফার; প্রথম বাংলাদেশী এশিয়ান ট্যুর শিরোপা জয়ী (১৯১০);

মাবিয়া আক্তার (১৯৯৯-) - ভারোত্তলক; ২০১৬ দক্ষিণ এশীয় গেমস ও ২০১৯ দক্ষিণ এশীয় গেমস এ স্বর্ণপদক জয়ী ইত্যাদি। 

মাদারীপুর জেলা | Madaripur District | iEducation

এ জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা প্রকাশিত হয় যার মধ্যে আছে: দৈনিক: সুবর্ণগ্রাম (১৯৯৮), প্রান্ত (২০০১), মাদারীপুর নিউজ (২০০৬), বিশ্লেষণ (২০০৯) ইত্যাদি। 


Comments (0)

Share

Share this post with others