যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
সরাসরি কথা বলতে "কল করো" বাটনে প্রেস করো সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত।
কল করো

ঢাকা জেলা | Dhaka District

Created by I Education in ৬৪ জেলা 8 Mar 2025
Share

ঢাকা জেলা | Dhaka District | iEducation 

ঢাকা, বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা। বাংলাদেশের রাজধানী 'ঢাকা' শহর এই জেলায় অবস্থিত। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। এ জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো: 

‘‘ঐতিহ্য ও আতিথেয়তার শহর।”

এ জেলার নামকরন সম্পর্কে যতদূর জানা যায় তা হলো:

বাংলাদেশের রাজধানী ঢাকা মোঘল-পূর্ব যুগে কিছু গুরুত্বধারণ করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মোঘল যুগে। ১৬১০ খ্রীষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। আবার পরবর্তী সময়ে এ জেলার নামকরন করা হয় ঢাকা। আর এই ঢাকা নামকরন নিয়ে আছে অনেকগুলো মত। যার মধ্যে কয়েকটি হলো:

(ক) একসময় এ অঞ্চলে প্রচুর ঢাক গাছ ছিল;

(খ) রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এখানে ঢাক অর্থাৎ ড্রাম বাজানো হয়েছিল; 

(গ) ‘ঢাকাভাষা' নামে একটি প্রাকৃত ভাষা এখানে প্রচলিত ছিল; 

(ঘ) রাজরঙ্গিণীতে ঢাক্কা শব্দটি ‘পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখিত হয়েছে অথবা এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডবাকই হলো ঢাকা।


ঢাকা জেলার মোট আয়তন ১৪৬৩.৬০ বর্গ কিঃ মিঃ। এই জেলার উত্তরে গাজীপুর জেলা ও টাঙ্গাইল জেলা, দক্ষিণে মুন্সীগঞ্জ জেলা, পূর্বে নারায়ণগঞ্জ জেলা পশ্চিমে মানিকগঞ্জ জেলা এবং দক্ষিণ পশ্চিমে ফরিদপুর জেলা অবস্থিত।


বৃহত্তর ঢাকা জেলা ১৯৮৪ সালের পূর্বে মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জ মহকুমা নিয়ে গঠিত বাংলাদেশের একটি প্রশাসনিক অঞ্চল ছিল। ১৯৮০ পরবর্তী সময়ে প্রশাসনিক সংস্কারের মাধ্যমে মহকুমা প্রথা বিলুপ্ত হয়। এতে মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জ মহকুমা জেলায় পরিণত হয় এবং তৎকালীন ঢাকা জেলা বর্তমান রূপ লাভ করে। এ জেলার বাণিজ্যিক এলাকাগুলো হলো মতিঝিল, চকবাজার, নবাবপুর, নিউ মার্কেট, ফার্মগেট ইত্যাদি এবং প্রধান শিল্প এলাকা গুলো হল তেজগাঁও, হাজারীবাগ ও লালবাগ।


ঢাকা জেলা ৫টি উপজেলা, ৩টি পৌরসভা, ২টি সিটি কর্পোরেশন, ৪১টি মেট্রাপলিটন থানা ও ১৭৪-১৯৩ পর্যন্ত মোট ২০টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এ জেলার উপজেলাগুলো হলো:

দোহার উপজেলা

নবাবগঞ্জ উপজেলা

কেরানীগঞ্জ উপজেলা

সাভার উপজেলা

ধামরাই উপজেলা

এর মধ্যে দোহার (১৬১.৪৯) সবচেয়ে ছোট উপজেলা এবং ধামরাই (৩০৩.৩৬) সবচেয়ে সবচেয়ে বড় উপজেলা। 


ঢাকা জেলায় অনেকগুলো নদী রয়েছে যার মধ্যে কয়েকটি হলো: বুড়িগঙ্গা , তুরাগ, বালু, বংশী, ইছামতি ইত্যাদি। 


২০২২ সালের জনশুমারী ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী এ জেলার জনসংখ্যা প্রায় ১,৪৭,৩৪,০২৫ জন এবং শিক্ষার হার ৮৪.৬৮%। এ জেলার কিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে:

ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১), 

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৯৬২), 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১৯৭০), 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (২০০৫), 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (১৯৪৬), 

ঢাকা কলেজ (১৮৪১),

ইডেন মহিলা কলেজ (১৮৭৩), 

নটর ডেম কলেজ (১৯৪৯), 

ভিকারুননেসা নুন স্কুল এন্ড কলেজ (১৯৫২), 

আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (১৯৬০), 

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ (১৯৬০) ইত্যাদি। 


এ জেলার কিছু চিত্তাকর্ষক স্থানের মধ্যে আছে:

ঐতিহাসিক স্থানসমূহঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় (কলাভবন, কার্জন হল), 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (গাছগাছালীঘেরা জলাশয় , জাবি উদ্ভিদ-উদ্যান , দেশস্বাধীনের বার্তাবাহী সংশপ্তক), 

লালবাগ কেল্লা , 

ঢাকেশ্বরী মন্দির, 

আহসান মঞ্জিল, 

হোসেনী দালান, 

ছোট কাটরা, 

বড় কাটরা, 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবন (পুরাতন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন), 

সাত গম্বুজ মসজিদ, 

তারা মসজিদ, 

ঢাকা গেইট, 

পরীবিবির মাজার পার্ক,

বাহাদুর শাহ পার্ক, 

নর্থব্রুক হল, 

জিনজিরা প্রাসাদ, 

খান মোহাম্মদ মৃধা মসজিদ, 

মুসা খান মসজিদ, 

কোকিলপেয়ারি জমিদার বাড়ি, 

একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্য;


বিনোদন ও প্রাকৃতিক স্থানঃ

রমনা উদ্যান, 

সোহ্‌রাওয়ার্দী উদ্যান, 

জাতীয় উদ্ভিদ উদ্যান, 

ঢাকা শিশু পার্ক, 

ঢাকা চিড়িয়াখানা, 

মৈনক ঘাট / মিনি কক্সবাজার;

বাংলাদেশ জাতীয় যাদুঘর, 

মুক্তিযুদ্ধ যাদুঘর, 

বলধা গার্ডেন, 

রোজ গার্ডেন, 

বঙ্গবন্ধু নভোথিয়েটার, 

হাতিরঝিল।


স্মৃতিসৌধ ও স্মারকঃ

জাতীয় শহীদ মিনার, 

জাতীয় স্মৃতিসৌধ, 

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ (রায়ের বাজার), 

অপরাজেয় বাংলা (ঢাকা বিশ্ববিদ্যালয়), 

আসাদ গেট, 

তিন নেতার মাজার (ঢাকা বিশ্ববিদ্যালয়);

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি;


আধুনিক স্থাপত্যঃ

জাতীয় সংসদ ভবন, 

বাংলাদেশ ব্যাংক ভবন, 

ভাসানী নভো থিয়েটার, 

বসুন্ধরা সিটি, 

যমুনা ফিউচার পার্ক, 

হাতিরঝিল;

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ;

বাংলাদেশ সুপ্রীম কোর্ট;

কমলাপুর রেলওয়ে স্টেশন;

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইত্যাদি।


এ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন:

নবাব খাজা আবদুল গনি (১৮৩০ - ১৮৯৬) - উনিশ শতকের শেষার্ধে পূর্ববঙ্গের সবচেয়ে প্রভাবশালী নবাব;

নবাব খাজা আহসানুল্লাহ (১৮৪৬-১৯০১) - ব্রিটিশ ভারতের ঢাকার নবাব;

খাজা সলিমুল্লাহ বা নবাব সলিমুল্লাহ (৭ জুন ১৮৭১-১৬ জানুয়ারি ১৯১৫) - ঢাকার চতুর্থ নবাব;

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) - আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি;

মোহাম্মদ মাহবুবুল হক খান / আজম খান (২৮ ফেব্রুয়ারি ১৯৫০ - ৫ জুন ২০১১) বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সংগীতশিল্পী, অভিনেতা, ক্রিকেটার ও বিজ্ঞাপনের মডেল;

আব্দুর রহমান বয়াতী (জন্ম: ১৯৩৯ - মৃত্যু: ১৯ আগস্ট, ২০১৩) - প্রসিদ্ধ লোকসঙ্গীত শিল্পী;

সাহারা খাতুন (১ মার্চ ১৯৪৩ - ৯ জুলাই ২০২০) - বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী;

আতাউর রহমান খান (১ জুলাই ১৯০৭ - ৭ ডিসেম্বর ১৯৯১) - সাবেক প্রধানমন্ত্রী;

নাজমুল হুদা (জন্ম: ৬ জানুয়ারি ১৯৪৩) - সাবেক যোগাযোগ মন্ত্রী ও তথ্য মন্ত্রী;

আমান উল্লাহ আমান - সাবেক প্রতিমন্ত্রী;

আবুল হাসনাত - সাবেক মেয়র ও মন্ত্রী;

নসরুল হামিদ (বিপু) - বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী;

সালমান ফজলুর রহমান (জন্ম ২৩ মে ১৯৫১) - প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা প্রমুখ।


ঢাকা জেলা থেকে বিভিন্নধরনের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা প্রকাশিত হয় যার মধ্যে আছে: ইত্তেফাক, ইনকিলাব, ভোরের কাগজ, প্রথম আলো, ডেইলি স্টার, ডেইলি ট্রিবিউন ইত্যাদি।

Comments (0)

Share

Share this post with others