যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
সরাসরি কথা বলতে "কল করো" বাটনে প্রেস করো সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত।
কল করো

চট্টগ্রাম জেলা | Chattogram District

Created by I Education in ৬৪ জেলা 8 Mar 2025
Share

চট্টগ্রাম জেলা | Chattogram District | iEducation

চট্টগ্রাম, মেজবান ও শুঁটকি এর জন্য বিখ্যাত, পোর্টো গ্র্যান্ডে এবং ইসলামাবাদ নামে পরিচিত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মাঝখানে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি জেলা।

বন্দরনগরী নামে পরিচিত চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর যেটি বাণিজ্যিক রাজধানী হিসেবেও পরিচিত। পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে প্রাচ্যের রাণী হিসেবে বিখ্যাত। এখানে দেশের সর্ববৃহৎ বন্দর ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। চট্টগ্রাম বন্দর, বিশ্বের প্রাচীনতম বন্দরগুলির মধ্যে একটি, যার উপকূল টলেমির বিশ্ব মানচিত্রে আবির্ভূত হয়েছে। এছাড়াও এটি দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার। বন্দরটি বঙ্গোপসাগরের সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক সমুদ্রবন্দর এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় ব্যস্ততম বন্দর।

চট্টগ্রাম জেলার দক্ষিণে কক্সবাজার জেলা; পূর্বে বান্দরবান জেলা, রাঙ্গামাটি জেলা ও খাগড়াছড়ি জেলা; উত্তরে ফেনী জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা ও বঙ্গোপসাগর অবস্থিত। এছাড়া দ্বীপাঞ্চল সন্দ্বীপ চট্টগ্রামের অংশ। 

ঢাকা থেকে এ জেলার সাথে সড়কপথ, জলপথ, রেলপথ ও আকাশপথে যোগাযোগ সম্ভব। গুগলম্যাপ অনুযায়ী রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৪৮ কিলোমিটার। বাংলাদেশে যে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তার মধ্যে চট্টগ্রামে আছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

চট্টগ্রাম জেলা | Chattogram District | iEducation

চট্টগ্রাম শহর এশিয়ায় ৭ম এবং বিশ্বের ১০ম দ্রুততম ক্রমবর্ধমান শহর যেটি জেলা হিসাবে ১৬৬৬ সালে গঠিত হয়। ১৮৬০ সাল পর্যন্ত তিন পার্বত্য জেলা এ জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৮৬০ সালে পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম জেলা ভেঙ্গে আবার কক্সবাজার জেলা গঠিত হয়।


চট্টগ্রাম নামের উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে। চট্টগ্রামের প্রায় ৪৮টি নামের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ‌ রম্যভুমি, চাটিগাঁ, চাতগাঁও, রোসাং, চিতাগঞ্জ, জাটিগ্রাম ইত্যাদি। পণ্ডিত বার্নোলির মতে, আরবি "শ্যাত (খণ্ড)" অর্থ বদ্বীপ, গাঙ্গ অর্থ গঙ্গা নদী‌ এ থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। 

অপর এক মত অনুসারে ত্রয়োদশ শতকে এ অঞ্চলে ইসলাম প্রচার করতে বার জন আউলিয়া এসেছিলেন, তারা একটি বড় বাতি বা চেরাগ জ্বালিয়ে উঁচু জায়গায় স্থাপন করেছিলেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় 'চাটি' অর্থ বাতি বা চেরাগ এবং 'গাঁও' অর্থ গ্রাম। এ থেকে নাম হয় 'চাটিগাঁও'। 

আবার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সের মতে এ এলাকার একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। চট্টগ্রাম ১৬৬৬ সালে মুঘল সাম্রাজ্যের অংশ হয়। আরাকানীদের হটিয়ে মুঘলরা এর নাম রাখে ইসলামাবাদ। মোগলরা এর প্রশাসনিক সীমানা চিহ্নিত করে। ১৭৬০ সালে নবাব মীর কাশিম আলী খান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এটি হস্তান্তর করেন। তখন ব্রিটিশরা এর নাম রাখে 'চিটাগাং'।

চট্টগ্রাম জেলা | Chattogram District | iEducation

চট্টগ্রাম জেলা ১টি সিটি কর্পোরেশন, ১৫টি উপজেলা, ৩৩টি থানা (উপজেলায় ১৭টি ও ১৬টি মেট্রোপলিটন থানা), ১৫টি পৌরসভা ও ২৭৮-২৯৩ পর্যন্ত মোট ১৬টি সংসদীয় আসন নিয়ে গঠিত। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম ১ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিলো। 

এ জেলার উপজেলাগুলো হলো:

আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, পটিয়া, ফটিকছড়ি, বাঁশখালী, বোয়ালখালী, মীরসরাই, রাউজান, রাঙ্গুনিয়া, লোহাগাড়া, সন্দ্বীপ, সাতকানিয়া, সীতাকুণ্ড ও হাটহাজারী।

চট্টগ্রাম জেলা | Chattogram District | iEducation

২০২২ সালের জনশুমারি অনুযায়ী চট্টগ্রাম জেলার মোট জনসংখ্যা ৯১,৬৩,৭৬০ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১৭০০ জন। 

চট্টগ্রাম জেলা শিক্ষাক্ষেত্রে এক অনন্য ভূমিকা রেখে চলেছে। এ জেলার স্বাক্ষরতার হার ৮০.৮৫% এবং এ জেলার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আছে:

চট্টগ্রাম কলেজ, 

মহসীন কলেজ, 

ইস্পাহানী কলেজ,

চট্টগ্রাম পাবলিক কলেজ,

চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজ,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়,

আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম বা হাটহাজারী মাদ্রাসা ইত্যাদি। 


চট্টগ্রাম জেলা | Chattogram District | iEducation


উল্লেখযোগ্য প্রতিষ্ঠান / স্থাপনা

বাংলাদেশ মিলিটারী একাডেমী (বিএমএ),

বাংলাদেশ মেরিন একাডেমী,

বিটিভি (চট্টগ্রাম কেন্দ্র),

এম এ আজিজ স্টেডিয়াম,

জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়াম,

চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন ইত্যাদি। 


প্রধান নদী:  কর্ণফুলী, হালদা, মুহুরী, সাঙ্গু, ছোট ডলু ও টংকাবতী নদী।

চট্টগ্রাম জেলা | Chattogram District | iEducation

চট্টগ্রামের প্রধান প্রধান ভ্রমণ স্পটগুলোর মধ্যে রয়েছে:

পতেঙ্গা সমুদ্র সৈকত, 

মহামায়া লেক, 

সীতাকুণ্ড ইকো পার্ক, 

গুলিয়াখালী সমুদ্র সৈকত, 

নজরুল স্কয়ার, 

ছাগলকান্দা ঝর্ণা, 

কোদালা চা বাগান, 

কালুরঘাট ব্রিজ, 

খৈয়াছড়া ঝর্ণা,

শ্রী শ্রী চটেশ্বরী কালী বিগ্রহ মন্দির,

চেরাগি পাহাড়, 

মহামুনি বৌদ্ধ বিহার, 

বাঁশখালী সমুদ্র সৈকত, 

লালদীঘি, 

ফটিকছড়ি হাজারিখিল অভয়ারণ্য, 

প্রজাপতি পার্ক, 

ফয়েজ লেক,

চট্টগ্রাম জেলা | Chattogram District | iEducation

চট্টগ্রাম চিড়িয়াখানা, 

হযরত শাহ আমানত (র:) এর মাজার, 

হযরত বায়েজীদ বোস্তামী (র:) এর দরগাহ, 

জাতিতাত্ত্বিক যাদুঘর, 

ওয়ার সিমেট্রি, 

ডিসি হিল, 

বাটালি হিল, 

কোর্ট বিল্ডিং (জেলা প্রশাসকের কার্যালয়), 

বাঁশখালী ইকোপার্ক, 

পারকি সমুদ্র সৈকত,

আগ্রাবাদ,

শেখ রাসেল অ্যাভিয়ারি এন্ড রিক্রিয়েশন পার্ক,

ভাটিয়ারী হ্রদ ও গলফ ক্লাব,

চন্দ্রনাথ পহাড় ও মন্দির,

কদম মোবারক মসজিদ,

ওলি খাঁর মসজিদ,

নন্দনকানন ইত্যাদি। 

চট্টগ্রাম জেলা | Chattogram District | iEducation

এ জেলার কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন:

প্রীতিলতা ওয়াদ্দেদার - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহিদ ব্যক্তিত্ব।

বিনোদ বিহারী চৌধুরী - বৃটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী কর্মী

অনুপম সেন - বাংলাদেশি সমাজবিজ্ঞানী

ড. মুহাম্মদ ইউনূস - বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ

সূর্য সেন বা সূর্যকুমার সেন - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা যিনি মাস্টারদা নামে সমধিক পরিচিত।

আবদুল করিম - প্রখ্যাত ইতিহাসবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

সৈয়দ আহমদ উল্লাহ - সুফি সাধক ও মাইজভান্ডারী তরীকার প্রতিষ্ঠাতা

নুরুল ইসলাম - প্রথিতযশা চিকিৎসক ও জাতীয় অধ্যাপক 

আবুল ফজল - প্রাক্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা

চট্টগ্রাম জেলা | Chattogram District | iEducation

সৈয়দ ওয়ালীউল্লাহ - বাংলা সাহিত্যের কথাশিল্পী 

আহমদ ছফা - বাংলাদেশী লেখক

মাহবুব উল আলম চৌধুরী - কবি

মাহাবুব উল আলম - সাহিত্যিক

আফরোজা সুলতানা রত্না ওরফে শাবানা - অভিনেত্রী

শাহ মুহম্মদ সগীর - লেখক

কুমার বিশ্বজিৎ - শিল্পী

আইয়ুব বাচ্চু - শিল্পী

তামিম ইকবাল - ক্রিকেটার

আফতাব আহমেদ - ক্রিকেটার

মুহাম্মদ জুনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী - দেওবন্দি ইসলামি পণ্ডিত ইত্যাদি। 


এ জেলা থেকে যেসকল পত্রপত্রিকা প্রকাশিত হয় তার মধ্যে আছে:

দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ, 

দৈনিক আজাদী

দৈনিক পূর্বকোন ইত্যাদি। 

চট্টগ্রাম জেলা | Chattogram District | iEducation


Comments (0)

Share

Share this post with others