যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
সরাসরি কথা বলতে "কল করো" বাটনে প্রেস করো সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত।
কল করো

গোপালগঞ্জ জেলা | Gopalganj District

Created by I Education in ৬৪ জেলা 9 Mar 2025
Share

গোপালগঞ্জ জেলা | Gopalganj District | iEducation

গোপালগঞ্জ, জাতির জনকের জন্য সমধিক পরিচিত, বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগ (প্রস্তাবিত ফরিদপুর বিভাগ) এ অবস্থিত একটি জেলা। উপজেলার সংখ্যানুসারে গোপালগঞ্জ বাংলাদেশের একটি ‘‘বি” শ্রেণিভুক্ত জেলা। 

এ জেলার নামকরণ সম্পর্কে যতদূর জানা যায় তা হলো:

গোপালগঞ্জ জেলার পূর্ব সীমানার খাটরা গ্রামের অধিবাসী হিন্দু ধর্মালম্বীরাই এ অঞ্চলে প্রথমে বসতি স্থাপন করে। এক সময় রাজগঞ্জ নামে এ জেলা পরিচিত ছিল। ব্রিটিশ আমলে গোপালগঞ্জ অঞ্চলটি মাকিমপুর ষ্টেটের জমিদার রাণি রাসমনির দায়িত্বে ছিল। রানী রাসমনির নাতি ছিলেন গোপাল। সেই গোপালের নামানুসারে রাজগঞ্জের নাম হয় গোপালগঞ্জ।


গোপালগঞ্জ জেলা প্রশাসন গঠিত হয় ১৯৮৪ সালে। এর আগে এ জেলা ফরিদপুর জেলার অন্তর্গত একটি মহকুমা ছিল।

গোপালগঞ্জ জেলা | Gopalganj District | iEducation

গোপালগঞ্জের মোট আয়তন ১৪৮৯.৯২ বর্গকিলোমিটার এবং ঢাকা থেকে সড়কপথে এ জেলার দূরত্ব প্রায় ১৫৯ কিলোমিটার । 

এ জেলার পূর্বে মাদারীপুর জেলা ও বরিশাল জেলা, দক্ষিণে পিরোজপুর জেলা, বাগেরহাট জেলা ও খুলনা জেলা, পশ্চিমে নড়াইল জেলা ও মাগুরা জেলা এবং উত্তরে ফরিদপুর জেলা অবস্থিত। 


এ জেলার জনগোষ্ঠীর প্রধান পেশা হলো কৃষি। প্রধান ফসল ধান, পাট, পিঁয়াজ, তৈলবীজ, ডাল, গম, তরমুজ, আঁখ ও বাদাম। বিলুপ্তপ্রায় ফসলাদির মধ্যে রয়েছে চিনা, কাউন, আউশ ধান এবং প্রধান রপ্তানি ফসলের মধ্যে রয়েছে পাট ও তরমুজ। 


গোপালগঞ্জ জেলার প্রধান কয়েকটি নদীর মধ্যে আছে: মধুমতি, ঘাঘর, কুমার, বারাশিয়া ইত্যাদি। 


গোপালগঞ্জ জেলা পাঁচটি উপজেলা, ৪টি পৌরসভা, ২১৪ থেকে ২১৬ পর্যন্ত মোট ৩টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এ জেলার উপজেলাগুলো হলো:

গোপালগঞ্জ সদর উপজেলা

কাশিয়ানী উপজেলা

মুকসুদপুর উপজেলা

কোটালীপাড়া উপজেলা এবং

টুঙ্গিপাড়া উপজেলা

জেলার সবচেয়ে বড় উপজেলা হলো গোপালগঞ্জ সদর উপজেলা এবং সবচেয়ে ছোট উপজেলা হলো টুঙ্গিপাড়া উপজেলা। 

গোপালগঞ্জ জেলা | Gopalganj District | iEducation

জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন ২০২২ অনুযায়ী গোপালগঞ্জ জেলার জনংখ্যা ১২,৯৫,০৫৩ জন এবং স্বাক্ষরতার হার ৭৯.৭৬%

এ জেলার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আছে:

শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ; 

এস,এম (সীতানাথ মথুরানাথ) মডেল সরকারি উচ্চ বিদ্যালয়;

বীনাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়;

শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ;

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ;

সরকারি বঙ্গবন্ধু কলেজ;

সরকারি এস কে কলেজ;

গোপালগঞ্জ জেলা | Gopalganj District | iEducation

জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা;

গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট;

বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয় ইত্যাদি। 


গোপলগঞ্জ জেলার ‍উল্লেখযোগ্য ও দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে:

চন্দ্রবর্মা ফোর্ট (কোটাল দুর্গ); 

বহলতলী মসজিদ (১৫৪৩ খ্রিষ্টাব্দ);

সেন্ট মথুরনাথ এজি চার্চ;

শ্রীধাম ওড়াকান্দির শ্রী হরিমন্দির;

ননী ক্ষীরের নবরত্ন মন্দির;

কোর্ট মসজিদ;

কেন্দ্রীয় কালীবাড়ি;

দীঘলিয়া দক্ষিণা কালীবাড়ি;

বঙ্গবন্ধুর সমাধি সৌধ, টুঙ্গিপাড়া;

ওড়াকান্দি ঠাকুর বাড়ি;

কবি সুকান্তের পৈতৃক ভিটা;

কাশিয়ানীর শতবর্ষী আমগাছ;

আড়পাড়া মুন্সী বাড়ি;

গোপালগঞ্জ জেলা | Gopalganj District | iEducation

বলাকৈড় পদ্মবিল;

মুকসুদপুরের ভাসমান বেদে পল্লী;

বর্ণি বাশুড়;

বাঘিয়ার বিল;

বর্ষাপাড়ার লাল শাপলা;

বিলরুট ক্যানেল;

উলপুর জমিদার বাড়ি;

ঐতিহ্যবাহী নজরুল পাবলিক লাইব্রেরি;

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী নৌকা বাইচ;

বনগ্রাম জমিদার বাড়ি;

উজানী জমিদার বাড়ি;

ওড়াকান্দি ঠাকুর বাড়ি;

ঐতিহ্যবাহী আড়পাড়া মুন্সীবাড়ি;

জয় বাংলা পুকুর (৭১ এর বধ্যভূমি ও স্মৃতিস্তম);

রমেশ চন্দ্র মজুমদারের বাড়ি;

অধির পাড়ের কাঁসা শিল্প;

জমিদার গিরিশ চন্দ্র সেনের বাড়ি ইত্যাদি। 

গোপালগঞ্জ জেলা | Gopalganj District | iEducation

গোপালগঞ্জ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - বাংলাদেশের জাতির জনক;

শেখ লুৎফুর রহমান - মুজিব পিতা, সেরেস্তাদার;

সায়েরা খাতুন, বঙ্গবন্ধুর জননী;

জামিল উদ্দিন আহমেদ - বীর উত্তম

শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সহধর্মীনি;

শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ভাই;

শেখ কামাল, বঙ্গবন্ধুর প্রথম ছেলে

শেখ জামাল, বঙ্গবন্ধুর দ্বিতীয় ছেলে

শেখ রাসেল, বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ সন্তান

রমেশচন্দ্র মজুমদার - বাঙালি ইতিহাসবিদ

শামসুল হক ফরিদপুরী - লেখক, ইসলামী চিন্তাবিদ

সুধীরলাল চক্রবর্তী - সুরকার ও সঙ্গীতজ্ঞ

নির্মল সেন, সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা ও মুক্তিযোদ্ধা

শেখ হাসিনা - বর্তমান প্রধানমন্ত্রী;

গোপালগঞ্জ জেলা | Gopalganj District | iEducation

শেখ রেহানা - বঙ্গবন্ধুর দ্বিতীয় মেয়ে;

সিরাজুল হক খান -সাবেক স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব

সুকান্ত ভট্টাচার্য - কবি;

শহীদ উল্লা খন্দকার - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব;

রকিবুল হাসান - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক;

শেখ ফজলুল হক মনি - যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান;

শেখ ফজলুল করিম সেলিম - সাবেক স্বাস্থ্য মন্ত্রী;

শেখ ফজলে নূর তাপস - ঢাকা দক্ষিণের মেয়র;

ফারুক খান - সাবেক বাণিজ্য মন্ত্রী;

মোহাম্মদ মাহবুবুর রহমান - শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য;

মথুরানাথ বসু - বিশিষ্ট খ্রিষ্টান ধর্ম প্রচারক;

আবদুস সামাদ - ফুটবলার;

সোহরাব হোসেন - ফুটবলার;

এম এ সাঈদ - সাবেক প্রধান নির্বাচন কমিশনার;

ফিরোজা বেগম - সংগীত শিল্পী;

কাজী হায়াৎ - পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, প্রযোজক এবং অভিনেতা;

মাসুদ রানা ওরফে শাকিব খান - অভিনেতা, প্রযোজক, চলচ্চিত্রকার;

কাজী মারুফ - অভিনেতা, প্রযোজক;

জয়া আহসান - অভিনেত্রী;

গোপালগঞ্জ জেলা | Gopalganj District | iEducation

শারফুদ্দিন আহমেদ -বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বর্তমান উপাচার্য;

এস এম ইমদাদুল হক - বীর উত্তম;

বেনজির আহমেদ - মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ;

চৌধুরী জাফরউল্লাহ শারাফাত - ধারাভাষ্যকার;

ইলিয়াস আলী - জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক;

কাজী ফিরোজ রশীদ - সাবেক মন্ত্রী;

হেমায়েত উদ্দীন - মুক্তিযুদ্ধকালীন বৃহত্তম ফরিদপুর অঞ্চলের হেমায়েত বাহিনীর প্রধান;

এম ফিরোজ আহমেদ - স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রাক্তন উপাচার্য;

গোপালগঞ্জ জেলা | Gopalganj District | iEducation

স্যামসন এইচ চৌধুরী - স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান;

কাজী এবাদত - আপিল বিভাগের সাবেক বিচারপতি;

মোঃ আব্দুল্লাহ - সাবেক ধর্ম প্রতিমন্ত্রী;

সালমা খাতুন - মহিলা ক্রিকেটার;

মনিরুল ইসলাম - ডিআইজি, গোয়েন্দা পুলিশ;

মেহেরাব হোসেন অপি - বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান;

মারজুক রাসেল - কবি, গীতিকার, মডেল এবং অভিনেতা;

হাবিবুর রহমান , ডিআইজি,ঢাকা রেঞ্জ ইত্যাদি। 


এ জেলা থেকে যেসকল পত্রপত্রিকা প্রকাশিত হয় তার মধ্যে আছে: দৈনিক যুগের কথা, সাপ্তাহিক গোপালগঞ্জ কণ্ঠ ইত্যাদি।

গোপালগঞ্জ জেলা | Gopalganj District | iEducation


Comments (0)

Share

Share this post with others