যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
সরাসরি কথা বলতে "কল করো" বাটনে প্রেস করো সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত।
কল করো

খুলনা জেলা | Khulna District

Created by I Education in ৬৪ জেলা 11 Mar 2025
Share

খুলনা, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত, সুন্দরবনের প্রবেশদ্বার হিসাবে বেশি পরিচিত, চতুর্থ বৃহত্তম একটি জেলা। এ জেলা প্রতিষ্ঠিত হয় ১৮৮২ সালে এবং এ জেলা জাহানাবাদ নামেও পরিচিত

এ জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো: বাঘের গর্জন, সমৃদ্ধি ও অর্জন।

খুলনা জেলা | Khulna District | iEducation

খুলনার নামকরণ নিয়ে অনেক ধরনের মতোভেদ থাকলেও সবচেয়ে বেশি আলোচিত মতগুলো হলো: 

মৌজা 'কিসমত খুলনা’ থেকে খুলনা;

ধনপতি সওদাগরের দ্বিতীয় স্ত্রী খুল্লনার নামে নির্মিত 'খুলনেশ্বরী কালী মন্দির' থেকে খুলনা;

১৭৬৬ সালে 'ফলমাউথ' জাহাজের নাবিকদের উদ্ধারকৃত রেকর্ডে লিখিত Culnea শব্দ থেকে খুলনা;

ইংরেজ আমলের মানচিত্রে Jessore Culna শব্দ থেকে খুলনা ।

খুলনা জেলা | Khulna District | iEducation

রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সড়কপথ, রেলপথ এবং জলপথ ব্যবহার করে খুলনার সাথে সরাসরি যোগাযোগ সম্ভব। খুলনা জেলার মোট আয়তন প্রায় ৪৩৯৪.৪৬ বর্গকিলোমিটার এবং গুগল ম্যাপ অনুযায়ী রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২২১ কিলোমিটার। 

এ জেলার উত্তরে যশোর, নড়াইল, পুর্বে বাগেরহাট, পশ্চিমে সাতক্ষীরা এবং দক্ষিনে বঙ্গোপসাগর অবস্থিত।

খুলনা জেলা | Khulna District | iEducation

বৃটিশ ভারত তথা অবিভক্ত বাংলার প্রথম মহকুমা হলো খুলনা যার শহর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। এছাড়াও খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনাকে শিল্প নগরী হিসেবেও ডাকা হয়। খুলনা জেলা শহর পৌর মর্যাদা অর্জন করে ১৯৮৪ সালে এবং খুলনা সিটি কর্পোরেশন মর্যাদা অর্জন করে ১৯৯০ সালে। 


খুলনা জেলায় ১টি সিটি কর্পোরেশন, ১৪টি থানা, ২টি পৌরসভা, ৯৯-১০৪ পর্যন্ত মোট ৬টি সংসদীয় আসন এবং ৯টি উপজেলা রয়েছে। এ জেলার উপজেলাগুলো হলো:

রূপসা, তেরখাদা, দিঘলিয়া, ডুমুরিয়া, ফুলতলা, বাটিয়াঘাটা, পাইকগাছা, দাকোপ এবং কয়রা উপজেলা। 

খুলনা জেলা | Khulna District | iEducation

খুলনা জেলার কিছু উল্লেখযোগ্য তথ্যের মধ্যে আছে:

এ জেলার প্রধান বন হলো সুন্দরবন যা জাতিসংঘের ইউনেস্কো ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে ঘোষণা করেছে।

কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুলনার বকুলতলা বা জেলা প্রশাসকের বাংলোতে থাকাকালীল রচনা করেছিলেন বাংলা সাহিত্যের প্রথম প্রেমের উপন্যাস ‘কপালকুন্ডলা’।

মুক্তিযুদ্ধের সময় খুলনা ৮ ও ৯ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিলো। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও খুলনা স্বাধীন হয়েছিল তার এক দিন পর অর্থাৎ ১৭ই ডিসেম্বর।

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তারশিল্প কারখানা বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এই খুলনায় অবস্থিত।

খুলনাকে এক সময় বলা হত রুপালি শহর। এর কারণ এই এলাকাতে প্রচুর পরিমাণ চিংড়ী উৎপাদন করা হত। পাশাপাশি পাটশিল্পকে এগিয়ে নিয়ে যেতে এ জেলায় ৭টি রাষ্ট্রায়ত্ত পাটশিল্প রয়েছে। 

খুলনায় আছে আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন যা ১৯৫৬ সালে ভারত-পাকিস্থানের যুদ্ধের কারনে কলকাতার সাথে আন্তর্জাতিক রেল চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু ২০১৭ সালের ১৬ নভেম্বর আবার নতুন করে খুলনা - কলকাতা রেল যোগাযোগ চালু হয় এবং বর্তমানে খুলনা - কলকাতা বন্ধন এক্সপ্রেস চালু রয়েছে। 

বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের একটি প্রথম সারির প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিঃ যেটি ১৯৫৪ সালে যাত্রা শুরু করে। 



এ জেলার খেলাধূলার স্থানের মধ্যে অন্যতম হলো খুলনা জেলা স্টেডিয়াম এবং  শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়াম যেটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে স্বীকৃত।

খুলনা জেলা | Khulna District | iEducation

২০২২ সালের জনশুমারী ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী এ জেলার জনসংখ্যা প্রায় ২৬,১৩,৩৮৫ জন এবং শিক্ষার হার ৮০.৫৬%। এ জেলার উল্লেখযোগ্য কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে:

সরকারী ব্রজলাল কলেজ - ১৯০২;

খুলনা বিশ্ববিদ্যালয় - ১৯৯১;

খুলনা মেডিকেল কলেজ - ১৯৯২;

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ২০০৩;

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় - ২০১৫;

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট;

খুলনা দারুল উলুম মাদরাসা ও মসজিদ;

খুলনা সরকারি মহিলা কলেজ;

সরকারি সুন্দরবন আদর্শ কলেজ;

সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ;

আযম খান সরকারি কমার্স কলেজ;

খুলনা পাবলিক কলেজ;

খুলনা জেলা স্কুল ইত্যাদি। 

খুলনা জেলা | Khulna District | iEducation

এ জেলায় চুঁইঝাল নামে বিশেষ একধরনের খাবারের প্রচলন রয়েছে।  এ জেলায় প্রচলিত কয়েকটি খেলার মধ্যে রয়েছে: নৌকা বাইচ, ঘোড়দৌড়, ষাঁড়ের লড়াই অন্যতম। 



খুলনা জেলার প্রধান যে সকল নদ-নদী রয়েছে তারমধ্যে রয়েছে:

পশুর, ভদ্রা, ভৈরব, রূপসা, শিবসা, কাজীবাছা, কপোতাক্ষ, আতাই, শোলমারী, সুতারখালী নদী ইত্যাদি। 

খুলনা জেলা | Khulna District | iEducation

এ জেলার কিছু গুরুত্বপূর্ন ব্যক্তিদের মধ্যে আছেন

ব্রজলাল শাস্ত্রী - যিনি খুলনা জেলায় প্রথম কলেজ প্রতিষ্ঠকারী;

শেখ আকিজ উদ্দিন - আকিজ শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা;

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় - আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রসায়ন বিজ্ঞানী;

কবি কৃষ্ণ চন্দ্র মজুমদার - বাংলা সাহিত্যের ‘দুটি কবিতা’ শীর্ষক ক্ষুদ্র কবিতার স্রষ্টা;

শশীভূষণ পাল - চিত্রশিল্পী;

শেখ রাজ্জাক আলী - জাতীয় সংসদের সাবেক স্পীকার;

শেখ হারুনুর রশীদ- সাবেক বিরোধী দলীয় হুইপ;

এস এম মোস্তফা রশিদী সুজা- সাবেক হুইপ;

নারায়ণ চন্দ্র চন্দ - মন্ত্রী , মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়;

তানভীর মোকাম্মেল - চলচ্চিত্র পরিচালক;

এস এম শফিউদ্দিন আহমেদ - ১৭তম বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান;

আরিফা পারভিন জামান মৌসুমী - চলচ্চিত্র অভিনেত্রী;

আব্দুস সালাম মুর্শেদী - সাবেক ফুটবল খেলোয়ার ও সাবেক বিজিএমইএ সভাপতি;

ক্রিকেটার হিসেবে আছেন- শেখ সালাহউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, এনামুল হক, মানজারুল ইসলাম রানা, মোহাম্মদ জিয়াউর রহমান, মেহেদী হাসান, সালমা খাতুন, রুমানা আহমেদ, আয়শা রহমান, জাহানারা আলম, শুকতারা রহমান ইত্যাদি। 


খুলনা জেলা | Khulna District | iEducation

খুলনা জেলার উল্লেখযোগ্য ও দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে:

সুন্দরবনের কটকা, দুবলার চর, হিরণ পয়েন্ট, জামতলা সি বিচ এবং করমজল;

কচিখালি সমূদ্র সৈকত;

তেরখাদা পদ্মবিল;

শিরোমণি স্মৃতিসৌধ;

গল্লামারী বধ্যভূমি;

চুকনগর বদ্ধভূমি;

রূপসা নদীর তীরে ৭ বীরশ্রেষ্ঠর মধ্যে অন্যতম রুহুল আমিনের মাজার;

কপিলমুনি দশ শয্যা হাসপাতাল;

কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট;

বকুলতলা বা (জেলা প্রশাসকের বাংলো);

স্যার পি.সি. রায়ের বাড়ি;

পিঠাভোগ গ্রামে অবস্থিত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতভিটা এবং মৃণালিনী দেবী অর্থাৎ রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি;

রূপসার নদীর উপর অবস্থিত খান জাহান আলী সেতু;

খালিশপুর ওয়াইজমেন্ট ওয়ান্ডার ল্যান্ড শিশুপার্ক;

মুজগুন্নী শিশু পার্ক;

জাহানাবাদ ক্যান্টনমেন্ট শিশু পার্ক ও চিড়িয়াখানা;

প্রেম কানন;

জোড়া শিব মন্দির;

জাতিসংঘ শিশু পার্ক;

কাস্টমঘাট;

খুলনা বিভাগীয় জাদুঘর;

শহীদ হাদিস পার্ক;

গল্লামারী লিনিয়ার পার্ক;

সোনাডাঙ্গা সোলার পার্ক ইত্যাদি। 

খুলনা জেলা | Khulna District | iEducation

খুলনা থেকে বিভিন্নধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয়। যার মধ্যে আছে দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক প্রবাহ, দৈনিক অনির্বাণ ইত্যাদি। 


Comments (0)

Share

Share this post with others