যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
যোগাযোগ করো, তোমার পাশে আমরা।
সরাসরি কথা বলতে "কল করো" বাটনে প্রেস করো সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত।
কল করো

কক্সবাজার জেলা | Cox’s Bazar District

Created by I Education in ৬৪ জেলা 8 Mar 2025
Share

কক্সবাজার জেলা | Cox’s Bazar District | iEducation

কক্সবাজার, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা। উপজেলার সংখ্যানুসারে কক্সবাজার বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত সর্ব-দক্ষিণের একটি জেলা।

কক্সবাজারের প্রাচীন নাম পালংকী। একসময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল। প্যানোয়া শব্দটির অর্থ হলুদ ফুল। অতীতে কক্সবাজারের আশপাশের এলাকাগুলো এই হলুদ ফুলে ঝকমক করত। ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স ১৭৯৯ খ্রিষ্টাব্দে এখানে একটি বাজার স্থাপন করেন। কক্স সাহেবের বাজার থেকে কক্সবাজার নামের উৎপত্তি। 

কক্সবাজার সমূদ্র সৈকত এ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান যেটি প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দীর্ঘ এবং পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত।

কক্সবাজার জেলার মোট আয়তন ২৪৯১.৮৬ বর্গ কিলোমিটার। ঢাকার সাথে এ জেলার সড়কপথে, আকাশপথে ও জলপথে যোগাযোগ সম্ভব এবং বর্তমানে রেলযোগাযোগ ব্যবস্থার জন্য কাজ চলছে। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৪০২ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১৪৩ কিলোমিটার। 

 এ জেলার উত্তরে চট্টগ্রাম জেলা; পূর্বে বান্দরবান জেলা, নাফ নদী ও মায়ানমারের রাখাইন প্রদেশ এবং দক্ষিণে ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।

১৮৫৪ সালে কক্সবাজার থানা গঠিত হয় এবং ঐ বছরই কক্সবাজার, চকরিয়া, মহেশখালী ও টেকনাফ থানার সমন্বয়ে কক্সবাজার মহকুমা গঠিত হয়। পরে টেকনাফ থেকে উখিয়া, মহেশখালী থেকে কুতুবদিয়া এবং কক্সবাজার সদর থেকে রামু থানাকে পৃথক করে এই মহকুমার অধীনে তিনটি নতুন থানা গঠিত হয়। ১৯৫৯ সালে কক্সবাজার জেলাকে টাউন কমিটিতে রূপান্তর করা হয় যেটি আবার ১৯৭২ সালে বিলুপ্ত করে পৌরসভায় রূপান্তর করা হয়। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে থানাকে উপজেলায় রূপান্তর করা হয় এবং দ্বিতীয় পর্যায়ে ১৯৮৪ সালের ১ মার্চ কক্সবাজার মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। সর্বশেষ ২০০২ সালের ২৩ এপ্রিল বৃহত্তর চকরিয়া উপজেলা থেকে পেকুয়া উপজেলাকে পৃথক করা হয়।


কক্সবাজার জেলা ৯টি উপজেলা, ৯টি থানা, ৪টি পৌরসভা ও ২৯৪ থেকে ২৯৭ পর্যন্ত মোট ৪টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

এ জেলার উপজেলাগুলো হলো:

উখিয়া, কক্সবাজার সদর, কুতুবদিয়া, চকরিয়া, টেকনাফ, পেকুয়া, মহেশখালী, রামু এবং ঈদগাঁও উপজেলা।

কক্সবাজার জেলা | Cox’s Bazar District | iEducation

এ জেলার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে:

কক্সবাজার মেডিকেল কলেজ

কক্সবাজার সরকারি কলেজ

চকরিয়া সরকারি কলেজ

কক্সবাজার সিটি কলেজ

বদরখালী কলেজ

রামু সরকারি কলেজ

কক্সবাজার ডিসি কলেজ

হাশেমিয়া কামিল মাদ্রাসা ইত্যাদি। 


কক্সবাজার জেলার মূল ভূখণ্ডের উপর দিয়ে প্রবাহিত প্রধান প্রধান নদীগুলো হল মাতামুহুরী নদী, বাঁকখালী নদী ও রেজু খাল। মায়ানমার সীমান্তে প্রবাহিত হচ্ছে নাফ নদী। এছাড়া কুতুবদিয়া ও মহেশখালী দ্বীপদ্বয়কে কক্সবাজার জেলার মূল ভূখণ্ড থেকে পৃথক করেছে কুতুবদিয়া চ্যানেল ও মহেশখালী চ্যানেল। আবার মহেশখালী উপজেলা থেকে মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নকে পৃথক করেছে কোহেলিয়া নদী।


কক্সবাজারে অনেকগুলো দ্বীপ ও বনাঞ্চল রয়েছে যার মধ্যে:

প্রধান দ্বীপ হিসেবে আছে:

মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, সেন্টমার্টিন (নারিকেল জিঞ্জিরা), শাহপরীর দ্বীপ, মাতারবাড়ী, ছেঁড়া দ্বীপ ইত্যাদি।

কক্সবাজার জেলা | Cox’s Bazar District | iEducation

প্রধান বন এর মধ্যে আছে:

ফুলছড়ি রেঞ্জ, ভুমারিয়াঘোনা রেঞ্জ, মেহেরঘোনা রেঞ্জ, বাঁকখালী রেঞ্জ ইত্যাদি।

কক্সবাজার জেলার মানুষ সাধারণত চাটগাঁইয়া ও বাংলা ভাষায় কথা বলে, তবে কথ্য ভাষায় অনেক ক্ষেত্রে কক্সবাজার কেন্দ্রিক শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়।

এ জেলার কিছু উল্লেখযোগ্য ও দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে:

অগ্গমেধা বৌদ্ধ বিহার

আদিনাথ মন্দির

ইনানী সমুদ্র সৈকত

পাটুয়ারটেক সমুদ্র সৈকত

ইলিশিয়া জমিদার বাড়ি

রোহিঙ্গা ক্যাম্প

মহেশখালী বৌদ্ধ মন্দির

কক্সবাজার বিমানবন্দর

কক্সবাজার সমুদ্র সৈকত

টেকনাফ বন্যপ্রাণ অভয়ারণ্য

ডুলাহাজারা সাফারি পার্ক

নাফ নদী

দরিয়ানগর সমুদ্র সৈকতের প্যারাসেইলিং

ফাসিয়াখালি বন্যপ্রাণ অভয়ারণ্য

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম

মগনামা ঘাট

মাথিন কূপ, টেকনাফ

মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান

মেরিন ড্রাইভ কক্সবাজার

রাখাইন পাড়া

রামু সেনানিবাস

রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার

শাহ ওমরের সমাধি, চকরিয়া

শাহপরীর দ্বীপ

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

সাতগম্বুজ মসজিদ, মানিকপুর

সাবরাং ট্যুরিজম পার্ক

সেন্ট মার্টিন দ্বীপ

ছেঁড়া দ্বীপ

সোনাদিয়া দ্বীপ

হিমছড়ি

হিমছড়ি জাতীয় উদ্যান

বরইতলি ঝর্ণা

কক্সবাজার জেলা | Cox’s Bazar District | iEducation

কক্সবাজার জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন:

বিচারপতি আমিরুল কবির চৌধুরী - সাবেক বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার কমিশন ।

সালাহউদ্দিন আহমেদ - সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী (স্বাধীনতাত্তোর প্রথম মন্ত্রী)

ইলিয়াস কোবরা - অভিনেতা 

ছিদ্দিক আহমদ –– ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ

সুশান্ত ত্রিপুরা - ফুটবল খেলোয়ার।

তৌহিদুল আলম সবুজ –– ফুটবলার।

নুরুল হুদা –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।

ফরিদ আহমদ –– ডাকসুুু'র সাবেক ভিপি এবং পাকিস্তানের সাবেক মন্ত্রী।

মমিনুল হক –– ক্রিকেটার।

এ.টি.এম. জাফর আলম - স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত

ওবায়দুল্লাহ হামযাহ - ইসলামী চিন্তাবিদ ও অর্থনীতিবিদ

মুহম্মদ নূরুল হুদা –– কবি, ঔপন্যাসিক ও সাহিত্য সমালোচক

শফিউল আলম –– বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক

অধ্যাপক ড. শিরীণ আখতার - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ও প্রথম মহিলা উপাচার্য।

সত্যপ্রিয় মহাথের –– বৌদ্ধ পণ্ডিত।

হেলালুদ্দীন আহমদ –– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব।

কক্সবাজার জেলা | Cox’s Bazar District | iEducation

কক্সবাজার থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা প্রকাশিত হয় যার মধ্যে আছে: কক্সবাজার নিউজ, কক্সবাজার বার্তা, আলোকিত কক্সবাজার ইত্যাদি। 

কক্সবাজার জেলা | Cox’s Bazar District | iEducation


Comments (0)

Share

Share this post with others