কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে কুড়িগ্রাম বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। এ জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো:
‘‘ভাওয়াইয়া গানের ধাম
নদ-নদীময় কুড়িগ্রাম”
কুড়িগ্রাম জেলার নামকরন সম্পর্কে যতদূর জানা যায় তা হলো: জনশ্রুতি আছে, প্রাগৈতিহাসিক আদিম সভ্যতার লীলাভূমি কুড়িগ্রামের ব্রহ্মপুত্র-তিস্তা উপত্যকায় নিগ্রো- অস্ট্রিক-দ্রাবিড়-মঙ্গোলীয় জনগোষ্ঠীর মিলিত রক্তধারায় গড়ে উঠেছিল এখানকার প্রাচীন অনার্য সভ্যতা। কেউ কেউ বলেন এ অনার্য জনগোষ্ঠীর কুড়িটি পরিবার ছিল বলে এর নাম হয় কুড়িগ্রাম। আবার কেউ কেউ বলেন এ জনগোষ্ঠীর দৈনন্দিন ব্যবসা -বাণিজ্যে কুড়ি ছিল গণনার পদ্ধতি তাই এর নাম হয়েছে কুড়িগ্রাম ।
কুড়িগ্রাম জেলা | Kurigram District | iEducation
কুড়িগ্রামের মোট আয়তন ২,২৩৬.৯৪ বর্গকিলোমিটার। ঢাকা থেকে এ জেলার সাথে সড়কপথে, রেলপথে ও জলপথে যোগাযোগ সম্ভব। সড়কপথে ঢাকা থেকে এ জেলার দুরত্ব প্রায় ৩৪০ কিলোমিটার। কুড়িগ্রাম জেলার উত্তরে লালমনিরহাট জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা, দক্ষিণে গাইবান্ধা জেলা, পূর্বে ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলা ও দক্ষিণ শালমারা-মানকাচর জেলা মেঘালয় এবং পশ্চিমে লালমনিরহাট জেলা ও রংপুর জেলা অবস্থিত।
কুড়িগ্রাম জেলা | Kurigram District | iEducation
কুড়িগ্রাম জেলা ৯টি উপজেলা, ১১টি থানা, ৩টি পৌরসভা, ২৫-২৮ পর্যন্ত মোট ৪টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এ জেলার উপজেলাগুলো হলো:
উলিপুর উপজেলা
কুড়িগ্রাম সদর উপজেলা
চর রাজিবপুর উপজেলা
চিলমারী উপজেলা
নাগেশ্বরী উপজেলা
ফুলবাড়ী উপজেলা
ভুরুঙ্গামারী উপজেলা
রাজারহাট উপজেলা
রৌমারী উপজেলা
জেলার নয়টি উপজেলার মধ্যে উলিপুর সর্ববৃহৎ (৫০৪.১৯ বর্গ কিমি) এবং সবচেয়ে ছোট উপজেলা চর রাজিবপুর (১১১.০৩ বর্গ কিমি)।
কুড়িগ্রাম জেলা | Kurigram District | iEducation
১৮৭৪ সালে কুড়িগ্রামকে মহকুমায় পরিণত করা হয় এবং মহকুমাকে জেলায় উন্নীত করা হয় ১৯৮৪ সালে। এ জেলার কুড়িগ্রাম পৌরসভা গঠিত হয় ১৯৭২ সালে এবং এ জেলায় ছিটমহল আছে ১৪টি। বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ১১১টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে সবচেয়ে বড় ছিটমহল হলো দাসিয়ারছড়া। এটি এ জেলার ফুলবাড়ী উপজেলায় অবস্থিত।
কুড়িগ্রাম জেলা | Kurigram District | iEducation
কুড়িগ্রাম জেলার অর্থনীতি মূলত কৃষিনির্ভর। এখানকার অর্থকরী ফসলের মধ্যে আছে ধান, গম, আলু, পাট, তামাক, সরিষা, সুপারী, বাঁশ, আখ, ভুট্টা, বাদাম, পিয়াজ, কাউন ইত্যাদি।
কুড়িগ্রাম জেলা | Kurigram District | iEducation
এ জেলায় বিশেষ একধরনের বাহন পাওয়া যায় যাকে চরের জাহাজ বলা হয় এবং এ জেলার জনপ্রিয় খাবারের মধ্যে উলিপুরের ক্ষীরমোহন অন্যতম।
কুড়িগ্রাম জেলা | Kurigram District | iEducation
এ জেলার উল্লেখযোগ্য নদ-নদীর মধ্যে রয়েছে: ব্রহ্মপুত্র নদ, যমুনা, ধরলা, দুধকুমার, তিস্তা নদী ইত্যাদি।
কুড়িগ্রাম জেলা | Kurigram District | iEducation
২০২২ সালের জনশুমারী ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী এ জেলার জনসংখ্যা প্রায় ২৩,২৯,১৬১ জন এবং শিক্ষার হার ৬৪.৯৯ শতাংশ। এ জেলার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে:
কুড়িগ্রাম সরকারি কলেজ,
নাগেশ্বরী সরকারি কলেজ,
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়,
নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমী,
বাঁশজানী প্রাথমিক বিদ্যালয়;
উলিপুর মহারাণী স্বর্ণময়ী উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়,
কুড়িগ্রাম কামিল (এমএ) মাদ্রাসা ইত্যাদি।
কুড়িগ্রাম জেলা | Kurigram District | iEducation
এ জেলার উল্লেখযোগ্য ও দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে:
চান্দামারী মসজিদ;
চাকলার দিঘি;
চন্ডি মন্দির;
দোলমঞ্চ মন্দির;
গোপালজিউ মন্দির;
কাজীর মসজিদ;
শাহী মসজিদ;
মুনসীবাড়ি;
সিন্দুরমতি দিঘি;
পাঙ্গা জমিদারবাড়ী;
বঙ্গসোনাহাট ব্রিজ;
পদ্মপুকুর;
শেখ হাসিনা ধরলা সেতু;
বর্ডারহাট;
বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি;
চাকিরপশা ইউনিয়নের অচিন গাছ;
ধরলা ব্রিজ (কুড়িগ্রাম),
বেহুলার চর (চর রাজিবপুর),
রমনা ঘাট (চিলমারী),
ফুলসাগর (ফুলবাড়ী),
নাওডাঙ্গা জমিদার বাড়ি (ফুলবাড়ী),
ভিতরবন্দ জমিদার বাড়ি (নাগেশ্বরী),
চাকির পশার বিল (রাজারহাট),
সিন্দুরমতি দিঘি (রাজারহাট) ইত্যাদি।
এ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন:
শামসুল হক চৌধুরী, কুড়িগ্রাম জেলার সাবেক গভর্নর;
তারামন বিবি - বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ২ জন নারী মুক্তিযোদ্ধার একজন;
এ কে এম মাইদুল ইসলাম - সাবেক মন্ত্রী;
তাজুল ইসলাম চৌধুরী - সাবেক মন্ত্রী এবং সাবেক হুইপ;
সৈয়দ শামসুল হক - বাঙালি সাহিত্যিক;
আব্বাসউদ্দীন আহমদ - ভাওয়াইয়া গানের সম্রাট;
কছিম উদ্দিন, ভাওয়াইয়া গানের যুবরাজ;
ফাতেমা - মাইক্রোসফটের ব্র্যান্ড এম্বাসেডর;
অজিত রায় - স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী;
রুহুল কবির রিজভী আহমেদ - বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব;
এ কে এম বদরুজ্জোহা স্বপন - সাবেক ভলিবল অধিনায়ক;
রেহানা পারভীন - একের ভিতর তিন খ্যাত ক্রীড়াবিদ;
ফৌজিয়া হুদা জুঁই - ক্রীড়াবিদ;
জাকির হোসেন - প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী;
হাবিবুর রহমান - ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ৬ষ্ঠ উপাচার্য প্রমুখ।
কুড়িগ্রাম জেলা | Kurigram District | iEducation
কুড়িগ্রাম জেলা থেকে বিভিন্নধরনের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্র্রিকা প্রকাশিত হয় যার মধ্যে আছে: চাওয়া পাওয়া, জাগো বাহে, কুড়িগ্রাম খবর, বাংলার মানুষ ইত্যাদি।
কুড়িগ্রাম জেলা | Kurigram District | iEducation